সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

তিতাসে বিয়ের আগের দিন কিশোরীর আত্মহত্যা 

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

তিতাসে বিয়ের আগের দিন কিশোরীর আত্মহত্যা 

কুমিল্লার তিতাসে বিয়ের আগের দিন গলায় ফাঁস লাগিয়ে মাহমুদা আক্তার টুম্পা (১৭) নামের এক কিশোরী রহস্যজনক আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সন্ধ্যায় নিহতের নিজ গৃহের বারান্দায়। নিহত মাহমুদা আক্তার টুম্পা উপজেলার কড়িকান্দি সদর ইউনিয়নের আলীরগাঁও গ্রামের বাবুল মিয়ার মেয়ে। 

পারিবারিক সূত্রে জানা যায়, দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জের ধামতা গ্রামের তার প্রবাস ফেরত আপন ফুফাতো ভাইয়ের সাথে টুম্পার পারিবারিকভাবে বিয়ে হওয়ার কথা ছিল শুক্রবার (১২ মে)। আমরা বিয়ের সকল বাজার, সদাই করে প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু কী কারণে সে আত্মহত্যা করল কিছুই বুঝে উঠতে পারছিনা। 

এমনকি তার মনও খারাপ ছিলনা, সে নিজে নিজেই হবু বরের সাথে বিয়ের সব কেনাকাটা করেছে। এ ঘটনার তথ্য সংগ্রহ করতে নিহতের বাড়িতে ঢুকার আগে তার চাচা ও চাচাতো ভাই সাংবাদিকদের নিষেধ করে বলেন এ বিষয়ে লেখালেখি করার দরকার নেই, ঘটনাটি মিটমাট হয়ে গেছে। আপনারা চলে যান।

গোপন সূত্রে জানা যায়, নিহত টুম্পা এই বিয়েতে রাজি ছিল না। তাই পরিবারের চাপ সইতে না পেরে আত্মহত্যা করতে পারে।

এ বিষয়ে তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস বলেন, টুম্পা বিনা কারণে আত্মহত্যা করেনি, নিশ্চই নেপথ্যে কোনো কারণ রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। ময়নাতদন্তের রিপোর্ট এলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

টিএইচ