বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

তিতাসে মাদকসহ দুই কারবারি আটক

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 

তিতাসে মাদকসহ দুই কারবারি আটক

কুমিল্লার তিতাস উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুজনকে আটক করেছে তিতাস থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে পৃথক পৃথক অভিযানে তাদের আটক করা হয়। 

আটকৃতরা হলো— ভিটিকান্দি ইউনিয়নের আলীনগর গ্রামের মৃত আরাফত আলীর ছেলে সাদ্দাম হোসেন আরিফ (৩০) ও কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর গ্রামের মৃত সফর আলীর ছেলে ফারুক মিয়া (৪৯)। 

থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে আলীনগর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করার সময় সাদ্দাম হোসেন আরিফকে পুলিশের সন্দেহ হলে তাকে আটক করে, তার শরীর তল্লাশি করে পরিহিত লুঙ্গির কুচায় দুইশ পিস ইয়াবা পায় পুলিশ। 

অপরদিকে একই রাতে মাছিমপুর গ্রামে অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ফারুক মিয়ার ঘর থেকে গাঁজাসহ তাকে আটক করে। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করে বুধবার (২৬ জুলাই) আটককৃতদের কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।

টিএইচ