বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

তিতাসে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ 

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 

তিতাসে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ 

কুমিল্লার তিতাসের ৯টি ইউনিয়নের এতিম ছাত্র-ছাত্রী ও অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশের উদ্যোগ শুক্রবার (২ ফেব্রুয়ারি) ডাকবাংলোতে ৯ টি ইউনিয়নের ওয়ার্ড সদস্যদের মাধ্যমে কম্বল বিতরণ করা হয়। 

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটি  সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তিতাস উপজেলা আ.লীগের সাবেক সদস্য সচিব দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর, কুমিল্লা উত্তর জেলা যুব লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক সারওয়ার হোসেন বাবু প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, কড়িকান্দি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. ছাইদুর রহমান মেম্বার, কলাকান্দি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন, ভিটিকান্দি ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শহিদুল্লাহ সরকারসহ ৯টি ইউনিয়নের ওয়ার্ড সদস্যরা।
 
টিএইচ