সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

তিস্তায় নৌকাডুবি নিখোঁজ ৩

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

তিস্তায় নৌকাডুবি নিখোঁজ ৩

লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীতে নৌকাডুবে ৩ জন নিখোঁজ হয়েছেন।

আজ রোববার সকাল ৮টার দিকে ওই উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ধুবনী এলাকার হাজির  মোড়ের পশ্চিম পাশে তিস্তা নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন- ফজলুর রহমান, আহেদুল ইসলাম ও সফিকুল ইসলাম। তাদের বাড়ি ওই ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ১৮-২০ জন শ্রমিক একটি ডিঙ্গি নৌকায় কাজের উদ্দেশ্যে তিস্তা নদী পার হওয়ার চেষ্টা করে।

এ সময় মাঝ নদীতে প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এতে অনেকেই সাঁতার কেটে নদী তিরে আসতে পারলেও ৩ জন নিখোঁজ হয়। হাতীবান্ধা ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।

সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু বিষয়টি নিশ্চিত করেছেন।

টিএইচ