বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ত্রিশালে ইউএনওর বরণ ও পরিচিতি সভা 

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ত্রিশালে ইউএনওর বরণ ও পরিচিতি সভা 

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদকে ত্রিশাল উপজেলা পরিষদের পক্ষ থেকে বরণ ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে ত্রিশাল উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম হলরুমে বরণ সংবর্ধনা ও পরিচিতি সভায় সভাপতিত্ব করেন ত্রিশাল উপজেলা চেয়ারম্যান সাবেক এমপি আব্দুল মতিন সরকার। 

এসময় বক্তব্য রাখেন নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার  জুয়েল আহমেদ, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক  আলহাজ নবী নেওয়াজ সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল কালাম মোহাম্মদ শামছুদ্দিন, সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ফজলে রাব্বী, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এ এম এন শোভা মিয়া আকন্দ, আশরাফুল ইসলাম মণ্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম, জেলা পরিষদের সদস্য আব্দুল আল মামুন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মোমেন, সাংবাদিক খোরশিদুল আলম জ মজিবসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানরা এ সময় বক্তব্য রাখেন। 

নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ সবার সহযোগিতা কামনা করেছেন। 

টিএইচ