সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

ত্রিশালে মাইক্রোবাস উল্টে আগুন, চারজনের মৃত্যু

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ত্রিশালে মাইক্রোবাস উল্টে আগুন, চারজনের মৃত্যু

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে গেলে তাৎক্ষণিক আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের চার যাত্রী আগুনে দগ্ধ হয়ে মারা যায়। 

ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ৫ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। 

ময়মনসিংহে নিহত চারজন হলেন, দোলেনা খাতুন ও রেজিয়া খাতুন, জরিনা খাতুন ও সাত বছরের ছেলে আশিক। তারা পরস্পরের স্বজন। নিহত চারজনের বাড়ি ধোবাউড়ার মুন্সিরহাট এলাকায়। আহতদের মধ্যে অগ্নিদগ্ধ একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। 

ঘটনাটি ঘটে গত রোববার দিবাগত রাত দুইটার দিকে ত্রিশাল উপজেলার রাঙামাটি নামস্থানে।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কালাম জানান, রাত দুইটার দিকে মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ও উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রথমে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আগুন নিয়ন্ত্রণের পর গাড়ির ভিতর থেকে পুড়ে যাওয়া চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারমধ্যে দুইজন নারী রয়েছে।
 
ত্রিশাল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, গাড়িটি জেলার ধোবাউড়া উপজেলা থেকে রওনা হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং নিহতের মরদেহ শনাক্তে পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে।

টিএইচ