বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ত্রিশালে সড়ক অবরোধ করে সিএনজি চালকদের মানববন্ধন

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ত্রিশালে সড়ক অবরোধ করে সিএনজি চালকদের মানববন্ধন

ময়মনসিংহের ত্রিশালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চেয়ারম্যান বাড়ি মোড় নামক স্থানে সমপ্রতি গ্যারেজ থেকে তিনটি সিএনজি চুরি হওয়ার বিচার দাবিতে সিএনজিচালক ও মালিক পক্ষের প্রায় শতাধিক লোকজন মানববন্ধনে অংশ নেন। 

সোমবার (৭ অক্টোবর) এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। মানববন্ধনে চুরি যাওয়া সিএনজির মালিক জাহিদ হাসান, সোহেল মিয়া, লিটন বলেন, আমরা মাসিক চুক্তি হিসাবে তাইজউদ্দিনের গ্যারেজে গাড়ি রাখি। 

রাতে খবর আসে গ্যারেজ থেকে তিনটি গাড়ি চুরি হয়ে গেছে। চুরি হওয়া সিএনজি উদ্ধার করে চোরদের বিচারের দাবিতে মালিকপক্ষ এ মানববন্ধনের আয়োজন করে। 

সড়ক অবরোধের খবর পেয়ে ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন। তিনি থানায় মামলা নেয়ার আশ্বাস দিলে সিএনজি চালক ও মালিকরা অবরোধ তুলে নেন। 

টিএইচ