শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

ত্রিশালে ২২০০ কেজি ওজনের কালো মানিক প্রস্তুত

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ত্রিশালে ২২০০ কেজি ওজনের কালো মানিক প্রস্তুত

কোরবানির ঈদে সবার দৃষ্টি থাকে গরুর দিকে। এবারের কোরবানির ঈদেও আলোচিত সেই গত বছরের হাঁট কাঁপানো কালো মানিক ষাঁড়টি। কালো মানিকের মালিকের দাবি ২২০০ কেজি ওজনের এ ষাড়টি এবার দেশ সেরা। 

ময়মনসিংহের ত্রিশালের ধানিখোলা দক্ষিণ ভাটিপাড়া গ্রামের আলোচিত কালো মানিক। দাম হাঁকা হচ্ছে ৪০ লাখ টাকা। তবে ভাল কাস্টমার পেলে আলোচনা সাপেক্ষে বিক্রির জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। 

গত কোরবানির ঈদে কালো মানিকের দাম হয়েছিল বিশ লাখ টাকা। গত তিন বছর ধরে ন্যায্য মূল্য না পাওয়ায় বিক্রি হয়নি কালো মানিক। তাই কালো মানিকের মালিক জাকির হোসেন সুমন আরো একবছর লালন পালন করে এ কোরবানির ঈদে ২২০০ কেজি ওজনের কালো মানিকের দাম হাঁকাচ্ছেন ৪০ লাখ টাকা। 

জানা যায়, এটি ফ্রিজিয়ান জাতের ষাঁড় কালো মানিক। গত ছয় বছর ধরে লালন-পালন করে আসছেন উপজেলার ধানীখোলা ইউনিয়নের খামারি জাকির হোসেন সুমন। বিশাল আকারের কালো মানিককে দেখতে ক্রেতাসহ সাধারণ মানুষ দূর-দূরান্ত থেকে নানা বয়সের মানুষ প্রতিদিন জাকিরের বাড়িতে ভিড় জমাচ্ছেন। 

কালো মানিকের মালিক জাকির হোসেন সুমন জানান, অনেক শখ করে গত ছয় বছর ধরে এই ষাঁড়টিকে আমি দেশীয় খাবার খাইয়ে যত্ন  আর ভালোবাসা দিয়ে বড় করেছি। খাবার হিসেবে প্রতিদিন দুই হাজার টাকা খরচ হয়। 

কৃত্রিম কোনো কিছু খাওয়ানো হয় না। প্রাকৃতিক উপায়ে খৈল, ভুষি, ভুট্টা, কলা, ভাত, খড়-ঘাস খাইয়েছি। শখ করে গরুটিকে পালন করেছি। তবে এ বছর আশা করছি ভাল দামে গরুটি বিক্রি করতে পারবো।

উপজেলা প্রানী সম্পদ ও ভেটেনারি হাসপাতালের কর্মকর্তা তানজিলা ফেরদৌসি লিমা জানান, এ উপজেলায় কালো মানিক সবচেয়ে বড় ষাঁড়। গত ছয় বছর ধরে খামারি এটি প্রাকৃতিক খাবার খাইয়ে লালন পালন করছে। আমরা আশা করছি ষাঁড়টির মালিক ভাল মূল্য পাবেন।

টিএইচ