বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ত্রিশাল ইউএনওর প্রচেষ্টায় সরকারি দপ্তরগুলোতে ফিরেছে কাজের গতি

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ত্রিশাল ইউএনওর প্রচেষ্টায় সরকারি দপ্তরগুলোতে ফিরেছে কাজের গতি

ময়মনসিংহের ত্রিশাল ইউএনও জুয়েল আহমেদের উপজেলায় যোগদানের পর সরকারি বেসরকারি অফিস, ব্যাংক, বীমা, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন দপ্তরগুলোতে ফিরে পেয়েছে কাজের গতি। উল্লেখিত প্রতিষ্ঠানগুলোতে তার নিয়মিত পর্যবেক্ষণ এবং সঠিক দিক নির্দেশনা অব্যাহত রয়েছে। 

জানা গেছে, একযুগ ধরে ত্রিশাল পৌরবাজার থেকে চিকনা মোড় পর্যন্ত একটি সড়কের চরম বেহাল অবস্থায় ছিল! প্রতিদিন এ সড়কটি দিয়ে শতশত যানবাহনসহ সাধারণ পথচারীরা যাতায়াত করতো। সড়কটির খানাখন্দের কারণে মানুষের দুর্ভোগের যেন শেষ ছিল না। কিন্তু বিগত সরকারের আমলে স্থানীয় জনপ্রতিনিরা সড়কটি সংস্কার করতে সক্ষম হয়নি !

পৌর প্রশাসক হিসেবে জুয়েল আহমেদ দায়িত্ব নেয়ার পর তার নিরলস প্রচেষ্টায় এ সড়কের সংস্কার কাজ চলমান রয়েছে। শিগগিরই সড়কের উন্নয়ন কাজ সমাপ্ত ঘটলে মালবাহী যানবাহনসহ হাজারো মানুষ নির্বিঘ্নে চলাচল থেকে শুরু করে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসকের এমন কর্ম তৎপরতা দেখে এলাকার মানুষ খুবই খুশি। 

খোঁজ নিয়ে জানা গেছে, শুধু পৌরসভা নয়, প্রতিনিয়ত উপজেলা পরিষদের প্রশাসনিক কাজের ফাঁকে উপজেলার বারোটি ইউনিয়নের গ্রামাঞ্চলের রীতিমতো খোঁজখবর নিচ্ছেন। কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ছুটে যাচ্ছেন ঘটনাস্থলে। বিভিন্ন ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নিতেও দেখা গেছে। চলতি সময়ে সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ অফিসগুলোতে দুর্নীতিমুক্ত রাখতে সক্ষম হয়েছেন এ প্রশাসনিক কর্মকর্তা।

এছাড়াও বিগত দিনগুলোতে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে স্বচ্ছতার সঙ্গে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে নজির সৃষ্টি করেছেন। সাফল্য হিসাবে তার প্রচেষ্টায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম দক্ষতার সঙ্গে পরিচালনা করার ফলে সমপ্রতি জাতীয় পর্যায়ে দেশের সেরা ইউনিয়ন হিসেবে স্বীকৃতি পেয়েছেন উপজেলার কানিহারী ইউনিয়ন পরিষদ। এই মহৎ কাজে তিনি টিমলিডার হিসেবে সরাসরি ভাবে যুক্ত ছিলেন।  

উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ ও অন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে সঙ্গে নিয়ে নিয়মিত কাজ করতে দেখা গেছে। ইউএনও জুয়েল আহমেদ বলেন, জনগণকে হয়রানিমুক্ত সেবা দিতে আমার উপর অর্পিত দায়িত্ব স্বচ্ছতার সঙ্গে করার চেষ্টা করছি। জনস্বার্থ নিশ্চিত করতে তিনি সকলের সহযোগিতা চান।

টিএইচ