শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১
The Daily Post

থানচিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বিজিবি ও জেলা পরিষদ ত্রাণ বিতরণ  

থানচি (বান্দরবান) প্রতিনিধি

থানচিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বিজিবি ও জেলা পরিষদ ত্রাণ বিতরণ  

বান্দরবানের থানচিতে বলিবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিজিবির ব্যবস্থাপনায় ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্য সামগ্রীর বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৪ মার্চ) থানচি বলিবাজার পার্শ্ববর্তী ৩৮, বিজিবির চেকপোস্ট প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ও বিজিবির রিজিয়ন, বিজিবির সেক্টর ও বিজিবি বলিপাড়া জোন তত্ত্বাবধানে অগ্নিকাণ্ডে ৫৩জন ক্ষতিগ্রস্তদের মধ্যে দুই বান্ডিল ঢেউটিন, পাঁচ হাজার টাকা করে জেলা পরিষদসহ মোট দশ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করা হয়।

একই সাথে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিট পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে চাল, তেল, ডাল ও লবণ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। 

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পার্বত্য জেলা পরিষদের সদস্য বাশৈচিং চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩৮ বিজিবি ব্যাটালিয়ন, বলিপাড়া জোন অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মো. শরীফ উল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা, উপজেলা নির্বাহী অফিসার মুহা. আবুল মনসুর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমা, ৩৮, বিজিবি মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. তসলিম ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান জেলা ইউনিট সেক্রেটারি অমল কান্তি দাস প্রমুখ। 

টিএইচ