বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

থানচিতে অগ্নিকাণ্ডে ৫৩ দোকান পুড়ে গেছে

থানচি (বান্দরবান) প্রতিনিধি

থানচিতে অগ্নিকাণ্ডে ৫৩ দোকান পুড়ে গেছে

বান্দরবানের থানচিতে বলিবাজার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অনুমানিক ৫৩টি দোকানসহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২২ মার্চ) সকাল আনুমানিক সাড়ে ৫টা দিকে বলিবাজার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

ব্যবসায়ীরা জানান, বলি বাজারে নীলগিরি চা দোকানদার জামাল দোকান থেকে আগুনের সূত্রপাত।  বলিবাজার জামের মসজিদে ইমাম মুকিতুল্লাহ বলেন, আমি নামাজ পড়ে বের হয়ে দেখি জামাল দোকানে আগুন। তাৎক্ষণিক ডাকা বাকি করে আগুন নিভাতে চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনার সম্ভব হয়ে উঠেনি। মুহূর্তের মধ্যেই আগুন পাশাপাশি দোকানে আগুন ছড়িয়ে পড়ে যায়।

আগুন সূত্রপাতের অনুমানিক ১ঘণ্টা পর  থানচি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে পৌঁছলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানান স্থানীয়  ব্যবসায়ীরা।
বলিবাজার পরিচালনা কমিটি সভাপতি অংসিংম্যা মারমা বলেন, বাজারে দোকানদার ৪৭টি দোকান সহ ৫৩টি দোকান আগুনে পুড়ে সব ছাই হয়ে গেছে।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাজারে পশ্চিম দিকে দু,তলা বিল্ডিং ও পূর্বে একতলা বিল্ডিং থাকায় বাকি দোকানগুলো অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত হাত থেকে বেঁচে যায় বলে ফায়ার সার্ভিস সূত্রের জানা যায়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবুল মনসুর বলেন, বলিবাজার আগুনের খবর পাওয়ার পরপরই আইন-শৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসসহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। ক্ষতিগ্রস্থদের সহযোগিতার জন্য থানচি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা জন্য প্রস্তুতি নেয়া হয়েছে।

টিএইচ