বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

থানচিতে কমিউনিটি ক্লিনিকে সেবার মান বৃদ্ধিতে মতবিনিময় 

থানচি (বান্দরবান) প্রতিনিধি

থানচিতে কমিউনিটি ক্লিনিকে সেবার মান বৃদ্ধিতে মতবিনিময় 

বান্দরবানের থানচিতে কমিউনিটি ক্লিনিকে সেবার মান বৃদ্ধির লক্ষ্যে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মার্চ) বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) আয়োজনে, ডিয়াকোনিয়া-বাংলাদেশ সহযোগিতায়, বিএনকেএস প্রকল্প অফিস সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, বিএনকেএস উপ-নির্বাহী পরিচালক, উবানু মারমা। প্রধান অতিথি ছিলেন, উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, মিথোওয়াইচিং মারমা। 

বিশেষ অতিথি ছিলেন, কর্মসূচি পরিচালনা পেশল চাকমা, ক্যচু পাড়া কমিউনিটি ক্লিনিকে সিএইচসিপির কনকলতা চাকমা ও ক্রংক্ষ্যং পাড়া কমিউনিটি ক্লিনিকে সিএইচসিপির মেহ্লাচিং মারমা প্রমুখ। এছাড়া পাড়ার কারবারি, সচেতন মহলের প্রতিনিধি ও বিএনকেএস বিভিন্ন কর্মসূচির সদস্যরা উপস্থিত ছিলেন।

টিএইচ