বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

দক্ষিণ আইচায় সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজন গ্রেপ্তার

দক্ষিণ আইচা (ভোলা) প্রতিনিধি 

দক্ষিণ আইচায় সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজন গ্রেপ্তার

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার বিভিন্ন এলাকা থেকে সাজাপ্রাপ্ত একজনসহ ওয়ারেন্টভূক্ত  তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গত মঙ্গলবার রাতে বিশেষ  অভিযান পরিচালনা করে ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি দক্ষিণ আইচা থানার ১৫নং নজরুল নগর ইউনিয়নের চর আর কলমী ৪নং ওয়ার্ডের বশির আহাম্মদের ছেলে মো. মফিজ, ওয়ারেন্টভুক্ত আসামি দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের দক্ষিণ আইচা ৫নং ওয়ার্ডের মৃত শাহে আলম হাওলাদারের  স্ত্রী  কমলা বেগম ও ছেলে মো. মাকসুদকে গ্রেপ্তার করা হয়। 

দক্ষিণ আইচা থানার ওসি মো. শাখাওয়াত হোসেনের সার্বিক তত্বাবধায়নে দক্ষিণ আইচা থানার চৌকশ টিম এসআই (নিরস্ত্র) শামীম আহমদ সোহাগ, এসআই (নিরস্ত্র) মো. অমিত হাসান, এসআই (নিরস্ত্র) মো. রিয়াজুল ইসলাম, এএসআই (নিরস্ত্র) মো. জুলহাস মিয়াসহ সঙ্গীয় ফোর্স নিয়ে নজরুল নগর, ও চরমানিকা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।  

দক্ষিণ আইচা থানার ওসি মো. শাখাওয়াত হোসেন বলেন, বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিল। বুধবার (৫ এপ্রিল) তাদেরকে চরফ্যাশন আদালতে প্রেরণ করা হয়েছে।

টিএইচ