সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

দখল ও চাঁদাবাজির অভিযোগে বিএনপির তিন নেতাকে শোকজ

সিরাজগঞ্জ প্রতিনিধি

দখল ও চাঁদাবাজির অভিযোগে বিএনপির তিন নেতাকে শোকজ

সিরাজগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠান দখল ও চাঁদাবাজির অভিযোগে জেলা বিএনপির তিন নেতাকে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে।

রোববার (২৫ আগস্ট) সকালে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে শোকজের লিখিত জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

শোকজ প্রাপ্ত নেতারা হলেন- সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মিলন ইসলাম খান, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রেজাউর রহমান খান ও জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন রোকন।

অনুলিপির মাধ্যমে বিষয়টি বিএনপির কেন্দ্রীয় কমিটিকেও অবগত করা হয়েছে বলেও জানিয়েছেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক।

তার স্বাক্ষরিত শোকজ নোটিসে উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপি নেতা মিলন ইসলাম খান নিয়ম বহির্ভূতভাবে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি দখল করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দিয়েছেন এবং তার বিরুদ্ধে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে অবৈধভাবে চাঁদা দাবির অভিযোগও উঠেছে।

রেজাউর রহমান খান ও তোফাজ্জল হোসেন রোকনের বিরুদ্ধেও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এতে দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে। এমন বিতর্কিত কর্মকাণ্ড সংগঠন পরিপন্থি হিসেবে চিহ্নিত করেছে জেলা বিএনপি।

টিএইচ