বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

দশমিনায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

দশমিনায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

পটুয়াখালীর দশমিনায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে মো. সালাউদ্দিন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৯ মার্চ) উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু সালাউদ্দিন ওই গ্রামের মো. সোলায়মান ফকিরের ছেলে।

স্বজনরা জানান, ঘটনার দিন শিশু সালাউদ্দিন ঘরের ভেতর একা বিদ্যুৎ সংযোগ দেয়া তার নিয়ে খেলছিল। পরে ওই বিদ্যুতের তারের স্পর্শেই সে গুরুত্বর আহত হন। আহত সালাউদ্দিনকে অচেতন অবস্থায় উদ্ধার করে দশমিনা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দশমিনা থানার ওসি মো. নূরুল ইসলাম মজুমদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

টিএইচ