সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

দশমিনায় মাঠ দিবস অনুষ্ঠিত

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি 

দশমিনায় মাঠ দিবস অনুষ্ঠিত

পটুয়াখালীতে আইএফডিসি ও কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ফিট দ্যা ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এক্টিভিটির উদ্যোগে সূর্যমুখী শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৪ এপ্রিল) দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী নিজ হাওলা গ্রামে প্রায় অর্ধশতাধিক কৃষক-কৃষাণীর অংশগ্রহণে এ দিবস অনুষ্ঠিত হয়। সূর্যমুখী চাষি মো. মকবুল হোসেন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দশমিনা উপজেলা কৃষি কর্মকর্তা জাফর আহম্মেদ। 

বিশেষ অতিথি ছিলেন-আইএফডিসি প্রকল্পের ফিল্ড সুপার ভাইজার মো. নাজমুল হক, সিএফডিসও মো. হাবিবুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. রবি ফয়সাল ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেনসহ স্থানীয় গন্যমান্যব্যক্তিরা উপস্থিত ছিলেন।

টিএইচ