বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

দাউদকান্দিতে এলপিজি গ্যাস বোতলজাতকরণের দায়ে তিনজনের দণ্ড

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 

দাউদকান্দিতে এলপিজি গ্যাস বোতলজাতকরণের দায়ে তিনজনের দণ্ড

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ এলপিজি গ্যাস বোতলজাতকরণের দায়ে তিনজনকে সাজা প্রদান করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নের ঢুলী নছরুদ্দী এলাকায় ঢালি হাউজে অবৈধভাবে এলপিজি গ্যাসের বোতলজাতকরণ ও বিভিন্ন কোম্পানির নামে অনুমতিহীনভাবে লেভেলিং করে গ্যাস সিলিন্ডার তৈরি ও বিপণনের বিরুদ্ধে ফায়ার সার্ভিস ও দাউদকান্দি মডেল থানা পুলিশের একটি টিম সহযোগে দাউদকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমানের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানকালে দেখা যায়, নেওয়াজ নামক এক কোম্পানির গ্যাসের বোতল থেকে একটি মোটরযন্ত্রের মাধ্যমে অধিক মুনাফার আশায় বসুন্ধরা, ফ্রেশ, যমুনা, ওমেরা, ডেলটা প্রভৃতি প্রতিষ্ঠানের লোগোসমৃদ্ধ সিলিন্ডার বোতলে অবৈধভাবে ও অনুমতিহীনভাবে গ্যাস ট্রান্সফার করা হচ্ছে। 

এতে একদিকে যেমন গ্রাহকদের সঙ্গে প্রতিশ্রুত পণ্য না দেয়ার প্রতারণা করা হচ্ছে; অন্যদিকে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে বিস্ফোরণ অর্থাৎ গ্রাহকের জীবন বিপন্ন হবার মতো ঘটনা ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। 

 দাউদকান্দি ফায়ার সার্ভিস স্টেশন অফিসার এরশাদ হোসাইন জানান, এখানে শতশত সিলিন্ডারের মধ্যে একটির বিস্ফোরণ হলেই বিশাল অগ্নিসংযোগ সংঘটিত হবার ঝুঁকি রয়েছে এবং এতে এ বাড়ি ও তার আশেপাশের এলাকায় ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে। 

অধিকন্তু, এ সিলিন্ডার ব্যবহারকারী বসতবাড়িতেও অগ্নিসংযোগ ঘটার আশংকা থাকবে, কেননা সিলিন্ডার প্যাকেজিং ও লেভেলিং-এ ন্যুনতম নিরাপত্তা রক্ষা করা হচ্ছে না। এ সময় ফেরদৌসী, আ. হাকিম ও হাবিব হাসানকে আটক করা হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রত্যেককে  এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

টিএইচ