সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

দাকোপে ভোট গ্রহণকারী কর্মকর্তার প্রশিক্ষণ সম্পন্ন

দাকোপ (খুলনা) প্রতিনিধি

দাকোপে ভোট গ্রহণকারী কর্মকর্তার প্রশিক্ষণ সম্পন্ন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা-১ আসন তথা (দাকোপ-বটিয়াঘাটা) উপজেলার সংসদীয় এলাকার দাকোপের চালনা পৌরসভাসহ ৯টি ইউনিয়নের ৪৯টি ভোট কেন্দ্রে নির্বাচন পরিচালনা করার লক্ষে উপজেলা নির্বাচন অফিসের অফিসের আয়োজনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৪ ডিসেম্বর) উপজেলা সদর চালনা (অনার্স) কলেজ ও চালনা কার্ত্তিক চন্দ্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাচন অফিস সূত্র অনুযায়ী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোববার (২৪ ডিসেম্বর) ১ হাজার ৬৭ জন ভোট গ্রহণকারী কর্মকর্তাকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। এর মধ্যে প্রিজাইডিং অফিসার ৫৫ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৩৩৭ জন, পোলিং এজেন্ট ৬৭৫জন। প্রশিক্ষণ চলাকালে ৩০ জন প্রশিক্ষক প্রশিক্ষণ প্রদান করেন। 

এ উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৯৮০ জন। প্রশিক্ষণ চলাকালে উপস্থিত ভোট গ্রহণকারী কর্মকর্তাদের উদ্দেশ্য অতিরিক্ত প্রশাসক (রাজস্ব ) মুকুল কুমার মৈত্র বলেন, আসন্ন নির্বাচন অবাদ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও শান্তি শৃংঙ্খলার সাথে সম্পন্ন করার জন্য সকলকে সতর্ক অবস্থায় থাকতে হবে। আর এ জন্য আইন শৃংঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সদস্য বাংলাদেশ সেনা বাহিনী, কোস্টগার্ড, পুলিশ,  র্যাব, বিজিবির সদস্যসহ স্টাইকিং ফোর্স প্রতিটি কেন্দ্রের আশপাশে মোতায়ন থাকবে। 

এছাড়া ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটের টিম প্রতিটি ভোট কেন্দ্র পরিদর্শন করবেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার জয়দেব চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার সি সাকেলের মো. মফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা, জেলার অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, মো. মাহফুজুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, মো. জাহিদুর রহমান, ছামিউল আলমসহ বিভিন্ন উপজেলা ও থানার নির্বাচন কর্মকর্তারা, দাকোপ প্রেস ক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাধারণ সম্পাদক জি এম রেজা, ডিজিএফআইয়ের প্রতিনিধি মো. জিহাদী, ডিএসবির প্রতিনিধি এসআই মো. ইউসুফ আলীসহ গণমাধ্যম কর্মীরা।

টিএইচ