সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

দামুড়হুদা সীমান্ত থেকে ১৬ কেজি রুপা জব্দ

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

দামুড়হুদা সীমান্ত থেকে ১৬ কেজি রুপা জব্দ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্ত থেকে ১৬ কেজি ৩শ গ্রাম  ভারতীয় চান্দি রুপা জব্দ করেছে বিজিবি।  বাংলাদেশ-ভারত সীমান্তে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী তাদের টহল তৎপরতা বৃদ্ধি করেছে দেশের এই পরিস্থিতে পাঁচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে। তাতেও থেমে নেয় চুয়াডাঙ্গা সীমান্তে অবৈধ পণ্য পাঁচার। 

শনিবার (১৭ আগস্ট) চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, শনিবার (১৭ আগস্ট) ভোরে দামুড়হুদা উপজেলার দর্শনা থানার ঠাকুরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে রুপার একটি চালান প্রবেশ করবে। 

এ তথ্যের ভিত্তিতে সীমান্তের ঠাকুরপুর ক্যাম্পের  টহল কমান্ডার হাবিলদার মো. শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ঠাকুরপুর কদমতলা বাজারে অবস্থান নেয়। এ সময় কদমতলা এলাকার সীমান্ত শুন্য লাইনের রাস্তা দিয়ে কার্পাসডাঙ্গার দিকে অজ্ঞাত একজন ব্যক্তিকে মোটরসাইকেলযোগে যেতে দেখলে টহলদল তাকে ধাওয়া করে।  

বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে দৌড়ে মাঠের মধ্যে পালিয়ে যায় চোরাকারবারি। এসময় মোটরসাইকেলটি জব্দ করে বামপাশে ক্যারিয়ার হুকের সঙ্গে বাধা একটি প্লাস্টিকের  ব্যাগের ভিতরে স্কচটেপ দিয়ে মোড়ানো পলিথিনের ব্যাগের ভিতর হতে ১৬ কেজি ৩০০ গ্রাম (১৩৯৭.৪৬ ভরি) ওজনের ভারতীয় চান্দি রুপা জব্দ করতে সক্ষম হয়। 

টিএইচ