সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

দিনাজপুরে আইইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে আইইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আনন্দ, উৎসব ও ব্যাপক কর্মসুচির মধ্য দিয়ে ও দিনাজপুরে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ, (আই.ই.বি)’র ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী (ইঞ্জিনিয়ার্স ডে) পালিত হয়েছে। 

মঙ্গলবার (৭ মে) কর্মসুচির মধ্যে ছিল জাতীয় পতাকা ও আইইবির পতাকা উত্তোলন, শপথ বাক্য পাঠ, শান্তির প্রতিক পায়রা উড়ানো, বেলুন উড়িয়ে কর্মসুচির উদ্বোধন, উৎসব র্যালি শেষে সড়ক ভবন কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় আইইবি দিনাজপুর কেন্দ্রের চেয়ারম্যান ও সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌ. মো. মাহবুবুল আলম খানের সভাপতিত্বে ও আইইবি দিনাজপুর কেন্দ্রের সম্পাদক জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রকৌ. মো. মুরাদ হোসেনের সঞ্চালেন বক্তব্য রাখেন সওজ, দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী প্রকৌ. মো. মনসূরুল আজিজ, গণপূর্ত বিভাগ দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী প্রকৌ. মো.  আব্দুল্লাহ আল মামুন, নেসকো-১ এর নির্বাহী প্রকৌশলী প্রকৌ. মো. ফজলুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রকৌ. এস. এম. শাহিনুর ইসলাম, হাউজিং, দিনাজপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রকৌ. মো. আসাদুজ্জামান, ইইই, হাবিপ্রবির সহকারী অধ্যাপক প্রকৌ. মো. সফিকুল ইসলাম, হাবিপ্রবি’র সহ. অধ্যাপক প্রকৌ. মো. মিজানুর রহমান, ইইই, হাবিপ্রবির সহ. অধ্যাপক প্রকৌ. মো. ফেরদৌস ওয়াহিদ, এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ প্রকৌ. জয়ন্ত কুমার। 

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইন্সট্রাক্টর প্রকৌ. মো. জাবেদ আলী ও  হাবিপ্রবির নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার প্রকৌ. মো. সৈকত আলী। 

টিএইচ