শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

দিনাজপুরে আ.লীগের কার্যালয়ে হামলা ও ভাংচুর স্থান পরিদর্শন করেন এমপি

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে আ.লীগের কার্যালয়ে হামলা ও ভাংচুর স্থান পরিদর্শন করেন এমপি

দিনাজপুর জেলা আ.লীগ, পৌর ও সদর উপজেলা আ.লীগের কার্যালয়ে হামলা ও ভাংচুরে স্থান পরিদর্শন করেন এবং সাংবাদিকদের প্রেস ব্রিফিং ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শনিবার (২৭ জুলাই) মতবিনিময় করেন। এ সময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছিলো। 

এই উন্নয়নকে ব্যাহত করতে বাংলাদেশকে একটি অকার্যকর ও একটি জঙ্গি রাষ্ট্রে পরিনত করার জন্য বিএনপি, জামাত, শিবির ও যারা বিভিন্ন জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত তারাই গত কিছুদিন ধরে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করেছে। অরাজকতা ও সন্ত্রাস সৃষ্টি করেছে। 

তিনি আরও বলেন, সন্ত্রাসীরা নাগরিক জীবনকে বিপন্ন করে তুলেছে। তারা বাংলাদেশের উন্নয়নকে ব্যাহত করার জন্য মেট্রোরেলের স্টেশনগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে। সেতু ভবনে আগুন দিয়েছে। আগুনের সাথে গান পাউডার ব্যবহার করেছে তারা। এ ছাড়াও বিটিভিসহ রাষ্ট্রের গুরুত্বপুর্ণ স্থানে হামলা করেছে তারা। 

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক এমপি সুলতানা বুলবুল, দিনাজপুর জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক রায়হান কবীর সোহাগ, দিনাজপুর সদর উপজেলা আ.লীগের সভাপতি মো. ইমদাদ সরকার, পৌর আ.লীগের সভাপতি অ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলামসহ জেলা, পৌর ও সদর উপজেলা আ.লীগসহ সহযোগি সংগঠনের নেতারা। 

টিএইচ