শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
ঢাকা শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
The Daily Post

দিনাজপুরে ওসি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা আটক 

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে ওসি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা আটক 

দিনাজপুরের সদর উপজেলার শেখপুরা ইউনিয়নে ছাত্রদল নেতা আব্দুর রাজ্জাক গত বৃহস্পতিবার রাতে নিজেকে ওসি পরিচয় দিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। 

এলাকাবাসীর তার চালচলনে সন্দেহ হয়। এবং থানায় খোঁজখবর নিয়ে জানতে পারে সে ওসি নয়। একজন ভুয়া ওসি হিসেবে পরিচয় দিচ্ছে। এলাকাবাসী তাকে আটক করে গণধোলাই দেয়। গণধোলাই দেয়ার সময় সে জানায় সে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক। 

আটকের পর তাকে থানায়  সোপর্দ করা হয়। বিষয়টি জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি মতিউর রহমান। এ ব্যাপারে তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান কোতোয়ালি থানার ওসি। 

টিএইচ