সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

দিনাজপুরে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

দিনাজপুর কেয়ার নার্সিং কলেজে দ্বি বার্ষিক ক্রীডা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) উপ শহরস্থল কেয়ার নার্সিং কলেজের মাঠে ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা, লায়ন অ্যাড. এম এ মজিদ। বিশেষ অতিথি ছিলেন, কেয়ার নার্সিং কলেজের সাধারণ সম্পাদক, এ কে এম আজাদ।
 
কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ  ড. শারমিন সাত্তারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, গভর্নিং বডির সদস্য আবু তাহের আবু, আনোয়ারুল কবির, উপাধ্যক্ষ মোস্তফা বেগম এবং কেয়ার নার্সিং কলেজের সচিব মো. শাহজাহান আলী প্রমুখ। 

এসময় কলেজের সকল শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী, সকল শিক্ষা বর্ষের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

টিএইচ