বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১
The Daily Post

দিনাজপুরে গণ প্রকৌশল দিবস পালিত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে গণ প্রকৌশল দিবস পালিত

‘বৈষম্যহীন কর্মক্ষেত্র-সময়ের দাবি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

শনিবার (০৯ নভেম্বর) আইডিইবি দিনাজপুর জেলা শাখার উদ্যোগে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। 

আইডিইবি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায়  প্রধান অতিথির বক্তব্য দেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ মন্ডল, বিশেষ অতিথি বক্তব্য দেন আইডিইবির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক  প্রকৌশলী মো. আব্দুস সাত্তার শাহ। স্বাগত বক্তব্য দেন আইডিইবি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আব্দুল আউয়াল। অনুষ্ঠান সঞ্চালনা করেন দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের সহকারি প্রকৌশলী মো. শাহানুর রশিদ। 

আলোচনা সভা শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ মন্ডলসহ অন্য অতিথিরা। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডিইবি জেলা শাখার সহ-সভাপতি প্রকৌশলী মো. মিনারুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলি মো. মাসুদ রানা, আইডিইবির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. সাজিউল ইসলাম সাজু, অর্থ সম্পাদক প্রকৌশলী জিএন ভট্টাচার্য, প্রচার সম্পাদক প্রকৌশলী মো. হুমায়ূন কবির,  মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোছা. সুফিয়া খাতুন, গ্রন্থাগার ও দপ্তর সম্পাদক প্রকৌশলী মো. মামুনুর রশীদ,  দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সিদ্দিকুজ্জামান নয়ন, দিনাজপুর সড়ক জনপথ অধিদপ্তরের সাবেক উপ বিভাগীয় প্রকৌশলী মো. আফজালুল হক প্রমুখ। 

টিএইচ