সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

‘দিনাজপুরে পূজামণ্ডপ পাহারা দিবে বিএনপি’ 

দিনাজপুর প্রতিনিধি

‘দিনাজপুরে পূজামণ্ডপ পাহারা দিবে বিএনপি’ 

দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি বলেন, দিনাজপুরে হিন্দু সমপ্রদায়ের শারদীয় দুর্গোৎসবের পূজা মণ্ডপ পাহারা দিবে বিএনপি, যুবদল স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠন।

নির্বিঘ্নে পূজা অনুষ্ঠানের লক্ষ্যে বিএনপির সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। শনিবার (৫ অক্টোবর) দিনাজপুর সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়ন যুবদলের আয়োজনে রামডুবি হাইস্কুল মাঠে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

অনুষ্ঠানে আমিনুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও  দিনাজপুর জেলা যুবদলের সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি কালু, দিনাজপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ কে এম মাসুদুল ইসলাম মাসুদ, সাংগঠনিক সম্পাদক মোকসেদুল ইসলাম টুটুল। 

২নং সুন্দরবন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবিরের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল খান জন্স, সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়ন বিএনপির সভাপতি লাল মোহাম্মদ, সহ-সভাপতি আলহাজ মুনাইম খান প্রমুখ।

টিএইচ