রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১
The Daily Post

দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক কমিটি গঠিত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক কমিটি গঠিত

একরামুল হক আবিরকে আহ্বায়ক ও অন্ত খানকে সদস্য সচিব করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪১৯ সদস্যবিশিষ্ট দিনাজপুর জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

গত ১৭ মার্চ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির আহবায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক চিঠিতে এ কমিটিকে আগামী ৬ মাসের জন্য অনুমোদন করা হয়েছে।

পূর্ণাঙ্গ নতুন আহবায়ক কমিটি- আহ্বায়ক একরামুল হক আবির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেশকাত আরেফিন শাকিল ও যুগ্ম আহ্বায়ক মোবারক আলীসহ আরও ৩৫ জন। সদস্য সচিব অন্তু খান। সিনিয়র যুগ্ম সদস্য সচিব আশরাফুল হোসেন সোহাগ ও মুখ্য সদস্য সচিব মুশফিকুর রহমানসহ ৩৪ জন।

মুখ্য সংগঠক হযরত আলী অনিক ও সংগঠক শাহিদ আনোয়ারসহ ২৩ জন। মুখপাত্র ফয়সাল মোস্তাক, সহ মুখপাত্র সিনথিয়া সারোয়ার শ্রেয়া ও সদস্য নূর হোসেন নাঈমসহ আরও ৩২০ জন।

টিএইচ