সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

দিনাজপুরে শ্যালিকা হত্যা মামলায় দুলাভাইয়ের ফাঁসি 

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে শ্যালিকা হত্যা মামলায় দুলাভাইয়ের ফাঁসি 

দিনাজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ এর বিচারক সাদিয়া সুলতানা  শ্যালিকা মর্জিনা আক্তার হত্যা মামলায় দুলাভাই আব্দুল্লাহ ওরফে শুভকে ফাঁসির আদেশ দিয়েছেন। সোমবার (২৭ মে) বিচারক সাদিয়া সুলতানা এ রায় ঘোষণা করেন। ফাঁসির রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। 

আদালত সূত্রে জানা যায়, কুমিল্লা সদরের শিশপুর গ্রামের আবুল বাশারের পুত্র আব্দুল্লাহ ওরফে শুভর সঙ্গে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ফাতেমা সানিয়ার বিয়ে হয়। সংসারে  বনিবনা না হওয়ায় তাদের মধ্যে ডিভোর্স হয়। গত ২০১৮ সালের ২৯ শে জুন আব্দুল্লাহ ফাতেমার সঙ্গে দেখা করতে যায়। 

এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে ফাতেমাকে মারধর করে। এসময় ফাতেমার বোন মর্জিনা আক্তার এগিয়ে আসলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। মর্জিনা আক্তারকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময় গ্রামবাসী শুভকে পুলিশের সোপর্দো করে। 

এরপর থেকেই শুভ জেলখানাতেই ছিলেন। মর্জিনা আক্তার হত্যা মামলায় দীর্ঘশুনানির পর সোমবার (২৭ মে) বিচারক এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে ৩০ হাজার টাকা জরিমান করেন।

টিএইচ