মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১
The Daily Post

দিনাজপুরে স্তন ক্যান্সার সচেতনতা দিবস পালিত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে স্তন ক্যান্সার সচেতনতা দিবস পালিত

স্তন ক্যান্সার সচেতনতা দিবস উদযাপন উপলক্ষ্যে মঙ্গলবার (১০ অক্টোবর) খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল, দিনাজপুরের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

র্যালিতে নেতৃত্বদেন খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতালের সহ-সভাপতি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ। র্যালি শেষে দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের অডিটোরিয়াম হলে স্তন ক্যান্সার সচেতনতা দিবসের উপর একটি সেমিনার অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠিত সেমিনারে খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার হাসপাতালের সহ-সভাপতি এবং জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য আখতারুজ্জামান আখতারের সঞ্চালনায় অংশগ্রহণ করেন খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতালের সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল কবির, যুগ্ম সম্পাদক এবং অত্র অনুষ্ঠানের আহ্বায়ক রাহবার কবির পিয়াল, আজীবন সদস্য আবু তাহের আবু, জিয়া হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক (ভারপ্রাপ্ত) ডাক্তার সুধা রঞ্জন রায়সহ কর্মকর্তা কর্মচারী ও শিক্ষক শিক্ষার্থীরা। 

টিএইচ