তৃণমূল থেকে খেলোয়াড় বাছাই করে মানসম্মত খেলোয়াড় তৈরির লক্ষ্যে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান- বিকেএসপি’র দিনাজপুর আঞ্চলিক কেন্দ্রে দুইদিনব্যাপী প্রশিক্ষণার্থী ভর্তি পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। আর ক্রিকেটার, নারী ক্রিকেটার, ফুটবলার, টেনিস খেলোয়াড় হতে চোখেমুখে স্বপ্ন নিয়ে ক্ষুদে খেলোয়াড়রা ভর্তি পরীক্ষা দিয়েছে।
গত রোববার দিনাজপুর বাশরহাট এলাকায় অবস্থিত বিকেএসপির এই আঞ্চলিক কেন্দ্রে ২২টি ইভেন্ট বা বিভাগে ১২০০ এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এই ভর্তি কার্যক্রমে আর্চারি, অ্যাথলেটিক্স, বক্সিং, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, জিমন্যাস্টিক্স, জুডো, হকি, কারাত, শ্যুটিং, সাতার ও ডাইভিং, টেবিল টেনিস, তোয়াকোয়ানডো, টেনিস, ভলিবল, উশু, কাবাডি, স্কোয়াশ, ভারোত্তোলন ও ব্যাডমিন্টন বিভাগে খেলোয়াড়রা অংশগ্রহণ করে। প্রথম দিনের কার্যক্রম রংপুর বিভাগের ৮ জেলার এবং আশেপাশের জেলাগুলোর শিক্ষার্থী খেলোয়াড়রা অংশগ্রহণ করে।
দিনব্যাপী ভর্তি কার্যক্রমে বিকেএসপির কর্মকর্তা, কোচ ও প্রশিক্ষকরা পুঙ্খানুপুঙ্খভাবে এবং সুচারুভাবে খেলোয়াড় বাছাই করে। দুই দিনব্যাপী এই কার্যক্রমে যারা সুযোগ পাবেন তাদেরকে অধিকতর প্রশিক্ষক ও বিভিন্ন পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হতে হবে। এরপর তাদেরকে চূড়ান্ত করা হবে। সোমবার (৪ ডিসেম্বর) এই কেন্দ্রে পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে বগুড়া থেকে আসা সুয়াইব সোবহান স্বচ্ছ বলে, আমি একজন ক্রিকেটার হতে চাই। আমার বাবার স্বপ্ন পুরন করতে চাই, বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চাই। তাই এখানে এসেছি। ভালো পারফরম্যান্স করতে পারলে এখানে ভর্তি হতে পারবো।
বিকেএসপি দিনাজপুর আঞ্চলিক কেন্দ্রের উপ-পরিচালক মাসুদ হাসান বলেন, বিকেএসপির যে কার্যক্রমের মধ্যে প্রথম কার্যক্রম ভর্তি কার্যক্রম। ২০২৪ সালের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ট্যালেন্ট বাছাই, ক্যাম্পসহ বিভিন্ন কার্যক্রম শেষে শিক্ষার্থী চূড়ান্ত করা হয়। সবকিছুতে আমরা উন্নত হচ্ছি এবং খেলায় উন্নত করতে হবে।
টিএইচ