সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

দিনাজপুর পৌর পরিষদ কর্তৃক সদর ইউএনওকে বিদায়ী সংবর্ধনা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর পৌর পরিষদ কর্তৃক সদর ইউএনওকে বিদায়ী সংবর্ধনা

দিনাজপুর পৌর পরিষদ কর্তৃক সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রমিজ আলমকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে। গত সোমবার রাতে দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দিনাজপুর পৌরমেয়র (ভারপ্রাপ্ত) মো. আবু তৈয়ব আলী দুলালের নেতৃত্বে বিদায়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রমিজ আলমকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা দিয়ে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আশরাফউজ্জামান বাবু, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুল হানিফ দিলন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. মতিবুর রহমান বিপ্লব, সংরক্ষিত ৩,৪,৫ নং আসনের মহিলা কাউন্সিলর মাকসুদা পারভিন মীনা, ১০,১১,১২নং আসনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাসতুরা বেগম পুতুল, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. ময়েজ উদ্দীন ও রিমেল আহমেদ, পৌরসভার অফিস প্রধান মো. মজিবর রহমান বাচ্চু প্রমুখ। 

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার বলেন, আমি যোগদান করার পর থেকে দিনাজপুর সদর উপজেলার সকল মানুষের সঙ্গে সততা ও আন্তরিকতা দিয়ে কাজ করে গেছি এবং সকলের সহযোগিতা পেয়েছি। 

টিএইচ