শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫
ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩১
The Daily Post

দিনাজপুর ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন পৌরমেয়র

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন পৌরমেয়র

দিনাজপুর পৌরসভায় ভিটামিট ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করছেন পৌরমেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মাহাবুবুর রহমান ও ইপিআই সুপার ভাইজার মোমরেজ সুলতানা।

রোববার (১৮ জুন) দিনাজপুর পৌরসভার অধীনে ১২ টি ওয়ার্ডে ১২৮টি কেন্দ্রে ভিটামিন লাল ক্যাপসুল ১৮ হাজার ৯৯৯ জন শিশুকে যাদের বয়স ১২ মাসে থেকে ৫৯ মাস খাওয়ানো হয় এবং নীল ভিটামিন ক্যাপসুল যাদের বয়স ৬ মাস থেকে ১১ মাস ২ হাজার ৩৯৮ জন শিশুকে খাওয়ানো হয়। 

এছাড়াও সান্ধকালীন ৮টি কেন্দ্রে ‘এ’ প্লাস ভিটামিন খাওয়ানো হয়। প্রতিটি কেন্দ্রে স্বেচ্ছাসেবীসহ তিনজন কর্মী ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর দায়িত্ব পালন করেন। পৌরসভার ১২ টি ওয়ার্ডে টার্গেট পূরণ হয়েছে বলে যানা গেছে।

টিএইচ