সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

দিনাজপুর স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি  

দিনাজপুর স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

দিনাজপুর পৌরসভার আয়োজনে প্রবৃদ্ধি: স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত সোমবার দিনাজপুর পর্যটন মোটেলে অনুষ্ঠিত প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব প্রবৃদ্ধির  প্রকল্প পরিচালক মো. কামাল হোসেন। 

দিনাজপুর পৌরমেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মোখলেছুর রহমান, সুইসকন্টাক্ট এবং বাংলাদেশে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধি প্রকল্পের টিম লিডার মার্কাস এহমান। দিনাজপুর পৌরসভার বিভিন্ন বিষয়ের সমস্যা ও সম্ভাবনা বিষয়ে গুরত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন পাবলিক সেক্টর ম্যানেজমেন্ট স্পেশালিষ্ট রোকন উদ্দিন আহমেদ।

অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজা হুমায়ূন ফারুক চৌধুরী শামীম, দিনাজপুর পৌরসভার প্যানের মেয়র আবু তৈয়ব আলী দুলাল-১, দিনাজপুর জেলা চালকল মালিক গ্রুপের সভাপতি মো. মোসাদ্দেক হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দিনাজপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মো. হাবিবুর রহমান।

অনুষ্ঠানের প্রধান স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব প্রবৃদ্ধির প্রকল্প পরিচালক মো. কামাল হোসেন বলেন, কোন প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করতে হলে পৌরসভার সকল বিভাগের সাথে সহযোগিতা ও সমন্বয় থাকতে হবে। নাগরিক সেবা নিশ্চিত করতে হবে। প্রশিক্ষণের কোন বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে আমাদের সক্ষমতা বাড়াতে হবে। ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে পৌরসভাকে স্মার্ট হতে হবে।  

অনুষ্ঠানের অন্য বক্তারা দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়নে অটো রাইসমিল, ধান আবাদ, লিচু ও কাঠারী চালের আবাদ কিভাবে আরো বাড়ানো যায়, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে দিনাজপুর পৌরসভার ১২টি ওয়ার্ডের কাউন্সিলর, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মিনারুল ইসলাম খান, পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, দিনাজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য  ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

টিএইচ