বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

দিনে লবণ শ্রমিক রাতে ভয়ংকর ডাকাত

মহেশখালী প্রতিনিধি

দিনে লবণ শ্রমিক রাতে ভয়ংকর ডাকাত

দিনের বেলায় সাদামাটা লবণ শ্রমিক আর সন্ধ্যা পেরুলেই রূপ নেয় ভয়ংকর ডাকাতে। মহেশখালীর কালারমার ছড়া ইউনিয়নে আবু ছৈয়দ (২৬) নামে এমন সন্দেহভাজন এক ডাকাতকে আটক করেছে মহেশখালী থানা পুলিশ। গত শনিবার রাতে ইউনিয়নের মাইজপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। 

রোববার (২ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী। আটক আবু ছৈয়দ ইউনিয়নের ইউনুছখালী এলাকার মৃত আলী মিয়ার সন্তান। 

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সমপ্রতি মাতারবাড়ি চালিয়াতলী সড়কে কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে। ওসব ডাকাডির ঘটনায় জড়িত আসামিদের ধরপাকড়ে পুলিশ নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে। গত ১ এপ্রিল রাতে ডাকাতিকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। আটক আবু ছৈয়দ ডাকাতি প্রস্তুতির মামলার তালিকাভুক্ত আসামি। 

আটক পরবর্তী আসামিকে আদালতে সোপর্দ করা হচ্ছে। স্থানীয়রা বলেন, একটা সময় মাতারবাড়ি-চালিয়াতলী সড়কসহ পুরো মহেশখালী ডাকাতদের অভয়ারণ্য ছিলো। ব্যাপক ডাকাতি ও ছিনতাই হতো। মাঝখানে সড়কে ডাকাতি কমে আসলেও ইদানীং ব্যাপক হারে ডাকাতি ও ছিনতাই বেড়ে গেছে। রাতের বেলায় মানুষ চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। 

পুলিশও অবশ্য বসে নেই। মহেশখালী থানা পুলিশ এ কদিনে বেশ কয়েকজন ডাকতে আটক করেছে। এ জন্য জনমনে স্বস্তি ফিরে এসেছে। আমরা চাই এ সড়কে ডাকাতি একেবারেই বন্ধ হোক। 

এ বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী জানান, মাতারবাড়ী-চালিয়াতলী সড়কে ডাকাতি বন্ধে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এ লক্ষ্যে গত শনিবার একজনকে আটক করা হয়েছে। আটক আবু ছৈয়দের পেশা হচ্ছে দিনের বেলায় লবণের মাঠে শ্রমিক হিসেবে কাজ করা এবং রাতে অন্য সহযোগীদের কে নিয়ে মাতারবাড়ি-চালিয়াতলী সড়কে ছিনতাই ও ডাকাতি করা।

টিএইচ