শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১
The Daily Post

দীঘিনালায় কাটারুংছড়া সেনাবাহিনীর চিকিৎসাসেবা প্রদান

পার্বতাঞ্চল প্রতিনিধি

দীঘিনালায় কাটারুংছড়া সেনাবাহিনীর চিকিৎসাসেবা প্রদান

পার্বত্যাঞ্চলের শান্তি সমপ্রীতি বজায় রাখতে সেনাবাহিনীর ভূমিকা অতুলনীয়। সেনাবাহিনী দুর্গম এলাকায় জনগোষ্ঠী সমপ্রদায়ের জীবনমান উন্নয়নের লক্ষে শিক্ষা, চিকিৎসাসেবা পৌঁছে দিচ্ছে। 

খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের দুর্গম কাটারুংছড়ায় দীঘিনালা জোনের ৪ই বেঙ্গলের সেনাবাহিনীর পক্ষ থেকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (৫ নভেম্বর) কাটারুংছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়রে মাঠে পাহাড়ি সমপ্রদায়ের মধ্যে দীঘিনালা জোনের ৪ই বেঙ্গলের সেনাবাহিনীর পক্ষ থেকে চিকিৎসাসেবা প্রদান করেন দীঘিনালা জোনের মেডিকেল অফিসার আরএমও মো. রাকিবুল ইসলাম রনি। 

এসময় উপস্থিত ছিলেন, আলমগীর টিলার ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এমএ মোমেন শিহাব, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মতিউর রহমান। এসময় কাটারুংছড়ার দেড়শতাধিক পাহাড়ি সমপ্রদায়ের মধ্যে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। 

চিকিৎসাসেবা নিতে এসে বিনয় জ্যোতি চাকমা (৫৫), সুমাত বালা চাকমা (৭০) ও সোনালী চাকমা (৩৫) বলেন, আমার দুর্গম এলাকায় বাস করি চিকিৎসা সেবা নিতে অনেক কষ্ট হয়। 

সেনাবাহিনী আমাদের দুর্গম এলাকায় এসে চিকিৎসাসেবা দিতেছে এতে আমাদের মত বয়স্ক রোগীরা অনেক উপকৃত হয়েছে। আমারা সেনাবাহিনীকে অনেক ধন্যবাদ জানাই তারা পার্বত্য অঞ্চলের মানুষের জন্য অনেক কাজ করে। 

টিএইচ