শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

দীঘিনালায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের মতবিনিময় 

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

দীঘিনালায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের মতবিনিময় 

খাগড়াছড়ি দীঘিনালায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা উপজেলা নির্বাহী অফিসার, কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে। 

সোমবার (৯ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়াম সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন  বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাশেম, উপজেলা পরিষদ ভাইস চেয়াম্যান মো. মোস্তফা কামাল মিন্টু, দীঘিনালা থানার ওসি মোহাম্মদ আলী, উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান প্রমুখ। মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনায় বিভিন্ন সমস্যা ও উন্নয়ন তুলে ধরে উপজেলার কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমাজের প্রতিনিধি, ধর্মীয়গুরু, শিক্ষকরা। 

মতবিনিময় সভায় চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা বলেন, মানসম্মত শিক্ষায় শিশুদেরকে শিক্ষিত করতে হবে। মাল্টিমিডিয়ার মাধ্যমে শ্রেণিকক্ষে পাঠদান চালু করতে হবে। বর্তমান সরকার সবকিছু করে দিচ্ছে এবং করে দিবে কমিটম্যান্ট অনুযায়ী। 

টিএইচ