রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আমন বীজ বিতরণ

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আমন বীজ বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালায় সমপ্রতি বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে খরিপ-২ মৌসুমে পূণর্বাসন কর্মসূচির আওতায় রোপা আমন ধানের উফশী জাতের বীজ, সার ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। 

সোমবার (২ সে‌প্টেম্বর) উপজেলা প্রশাসন ও কৃষি সমপ্রসারণ অধিদপ্তর, বাস্তবায়নে এ বীজ, সার প্রদান করেন ইউএনও মো. মামুনুর রশীদ। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদত হোসেন, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মো. সোহেল রানা, দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, কৃষি উপসহকারী কর্মকর্তা প্রমুখ। 

এতে উপজেলা বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ১৫০ জনকে বীজ- ১০কেজি, ডিএপি সার-১০কেজি ও এমওপি সার-১০কেজি এবং ধানখেত পরিচর্যা করার জন্য মোবাইল ব্যাংকিং নগদ/বিকাশ কৃষি একাউন্টের মাধ্যমে নগদ ১ হাজার করে টাকা দেয়া হবে।

টিএইচ