মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১
The Daily Post

দীঘিনালায় ভ্রাম্যমাণ আদালতে চালকদের জরিমানা 

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

দীঘিনালায় ভ্রাম্যমাণ আদালতে চালকদের জরিমানা 

খাগড়াছড়ির দীঘিনালায় যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশী ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত চালকদের জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার (১৬ এপ্রিল) দীঘিনালা-খাগড়াছড়ি অভ্যন্তরীণ সড়কের জামতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দীঘিনালা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসনাত খাঁন। 

ঘণ্টাব্যাপী চলা অভিযানে দীঘিনালা-খাগড়াছড়ি সড়কে চলাচলকারী যাত্রীবাহী পরিবহন থামিয়ে যাত্রীদের সঙ্গে কথা বলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারায় তিনজন চালককে ১ হাজার ২শ টাকা অর্থদণ্ড দেয়ার পাশাপাশি অনেককে সর্তক করা হয়। 

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হাসনাত খাঁন বলেন, টানা ছুটিতে সড়কে যাত্রীর চলাচল বাড়ায় স্বার্থান্বেষী কিছু পরিবহন মালিক-শ্রমিক যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছিল। এ তথ্য পেয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে । 

টিএইচ