বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

দীঘিনালা জোনে ফায়ারিং রেঞ্জ উদ্বোধন

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

দীঘিনালা জোনে ফায়ারিং রেঞ্জ উদ্বোধন

খাগড়াছড়ির দীঘিনালা সেনানিবাসের নবনির্মিত অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জের উদ্বোধন করেন চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান, এসইউপি, এসডব্লিউসি, পিএসসি।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি ২০৩ পদাতিক রিজিয়ন পরিদর্শনে এসে অনলাইনে যুক্ত হয়ে তিনি নবনির্মিত এ ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করেন।

এ সময় দীঘিনালা জোনের অধিনায়ক লে. কর্নেল ওমর ফারুক, পিএসসি, উপঅধিনায়ক মেজর মোহাম্মদ মেহেদী হাসান, পিএসসি, ২০ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের (ইসিবি) মেজর মো. মোস্তাকিন জোন অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন কাজী আসিফ আহমেদ, ক্যাপ্টেন হাসনাইন আলভী, দীঘিনালা প্রেস ক্লাব সভাপতি মো. সোহেল রানাসহ অন্য পদবির সৈনিকরা এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

টিএইচ