শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

দুই জেলায় বজ্রপাতে চারজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

দুই জেলায় বজ্রপাতে চারজনের মৃত্যু

বাগেরহাটের শরণখোলায় দুজন ও চুয়াডাঙ্গা সদর ও দামুড়হুদায় দুজনসহ বজ্রপাতে মোট চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

বাগেরহাট : বাগেরহাটের শরণখোলা উপজেলার চাল-রায়েন্দা গ্রামের বান্ধাঘাটা এলাকায় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ছয়জন। শনিবার (১১ মে) সকালে বৃষ্টির মধ্যে নদীর ঘাটে থাকা কার্গো থেকে বালু তোলার সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শরণখোলা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন। 

মৃতরা হলেন- বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বদনিভাঙ্গা গ্রামের বাসিন্দা শেখ মিলন ও পিরোজপুর সদরের বালিপাড়া গ্রামের বাসিন্দা মোস্তফা। বজ্রপাতে আহত ৬ শ্রমিককের মধ্যে ৫ জনকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলেন- রাসেল গাজী, বাবুল সওদাগার, খোকন গাজী, সোহেল তালুকদার ও জলিল হাওলাদার।  বিষয়টি জানিয়েছেন শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস। 

শরণখোলা থানার ওসি এইচ এম কামরুজ্জামান জানান, সকালে উপজেলার চাল-রায়েন্দা গ্রামের বান্ধাঘাটা এলাকায় বৃষ্টির মধ্যে কার্গো থেকে বালু তোলার সময় বজ্রপাতে দুই শ্রমিক ঘটনাস্থলে মারা যান। আহত হন ছয়জন। হতাহতদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মোস্তফা ও মিলন নামে দুজনকে মৃত ঘোষণা করেন। আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা সদর ও দামুড়হুদা উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। দামুড়হুদায় আরও এক নারী বজ্রপাতে আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (১১ মে) এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ঝাজরী গ্রামের দক্ষিণপাড়ার আব্দুল মালেকের ছেলে রুবেল হোসেন ও দামুড়হুদা সদর ইউনিয়নের পাটাচোরা গ্রামের মল্লিকপাড়া গ্রামের মৃত খেদের মল্লিকের ছেলে বৃদ্ধ আহম্মেদ আলী। আহত টনু খাতুন দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামের মিলনের স্ত্রী।

দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী বলেন, ঘটনার পর আমি নিহতের বাড়িতে এসেছি। সকালে মাঠ থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আহম্মেদ আলী গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (চিৎলা হাসপাতাল) নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. হেলেনা আক্তার নিপা বিষয়টি জানিয়েছেন।

অপরদিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ঝাজরী গ্রামে বজ্রপাতে রুবেল হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়। বেগমপুর ইউপি চেয়ারম্যান মো. আলী হোসেন বলেন, সকালে রুবেল হোসেন কৃষিকাজ শেষে বাড়ি ফিরছিলেন। ঝাজরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের কাছে পৌঁছালে বজ্রপাতে তিনি আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা রুবেল হোসেনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান। 

দর্শনা থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, বজ্রপাতে রুবেল হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জেনেছি। তার মাথায় এক অংশ পুড়ে গেছে।

টিএইচ