শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
The Daily Post
কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্র

দুই মাসে ২ কোটি ২৬ লাখ টাকা রাজস্ব আয়

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি  

দুই মাসে ২ কোটি ২৬ লাখ টাকা রাজস্ব আয়

দীর্ঘ চার মাস ১২ দিন কাপ্তাই লেকে মাছ ধরা নিষেধাজ্ঞা শেষে রাঙামাটির কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে গত ৩১ আগস্ট মধ্য রাত হতে কাপ্তাই লেকে মাছ ধরা শুরু হয়েছিল।

কাপ্তাই মৎস্য উন্নয়ন উপ কেন্দ্রের প্রধান মাসুদ আলম বলেন, গত ৩১ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে রাজস্থ আয় হয়েছে ২ কোটি ২৬ লাখ টাকা। 

তিনি আরোও বলেন, ৩১ অক্টোবর  সন্ধ্যা পর্যন্ত ১১শ টন বিভিন্ন প্রজাতির মাছ এই অবতরণ কেন্দ্রে শুল্ক দিয়ে দেশের বিভিন্ন জায়গায় ব্যবসায়ীরা বিক্রির উদ্যেশ্যে নিয়ে গেছেন। 

কাপ্তাই লেকে  মাছের প্রজনন বৃদ্ধির জন্য রাঙামাটি জেলা প্রশাসন গত ১ মে হতে ৩১ আগস্ট পর্যন্ত লেকে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করে।

টিএইচ