বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

দুমকিতে ইউপি চেয়ারম্যানের ঘর থেকে ভিজিএফের চাল জব্দ 

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

দুমকিতে ইউপি চেয়ারম্যানের ঘর থেকে ভিজিএফের চাল জব্দ 

পটুয়াখালীর আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে জেলেদের জন্য বরাদ্দ ভিজিএফের ৩১৮ বস্তা সরকারি চাল জব্দ করেছে প্রশাসন। আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজার জলিশাস্থ গ্রামের বাড়ির একটি আধাপাকা ঘর থেকে নির্বাহী মেজিস্ট্রেট ও ইউএনও মো. শাহীন মাহমুদ অভিযান চালিয়ে ৫০ কেজি ওজনের সরকারি বস্তায় ৩১৮ বস্তা চাল জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের হেফাজতে রাখেন। 

এ বিষয় আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা জানান, ইউনিয়নটির ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের অস্বচ্ছল জেলেদের আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদ থেকে চাল নিতে অতিরিক্ত খরচ বাঁচাতে তিনি চালগুলো বাড়ি এনেছিলেন। 

রোববার (৩০ জুন) সাকালেই সুবিধাভোগী জেলেদের মধ্যে এ চাল বিতরণের জন্য স্লিপ দেয়া হয়েছে, রাত পোহালে সকাল থেকেই ট্যাগ অফিসারের উপস্থিতিতে চাল বিতরণ করা হবে। এখানে তার খারাপ কোন উদ্দেশ্য ছিলনা। তবে সংশ্লিষ্ট প্রশাসনকে না জানিয়ে বাড়িতে আনা ঠিক হয়নি উল্লেখ করে তিনি এজন্য দুঃখ প্রকাশ করেছেন।

স্থানীয় সূত্র জানায়, গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও মো. শাহীন মাহমুদ ৩১৮ বস্তা সরকারি চাল জব্দ করেন। এসময় সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা, এসিল্যান্ড, দুমকি থানার ওসি তারেক মো. হান্নান ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অভিযানের সময় ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা বাড়িতে অনুপস্থিত ছিলেন। 

এবিষয়ে নির্বাহী মেজিস্ট্রেট ও ইউএনও শাহীন মাহমুদ বলেন, ইউনিয়ন পরিষদের নির্দিষ্ট গুদামের বাইরে সরকারি বরাদ্দের চাল রাখা বিধিসম্মত নয়। পরিষদের সিদ্ধান্ত এবং প্রশাসনকে না জানিয়ে কোন বাড়িতে সংরক্ষণের সুযোগ নেই। 

তিনি আরও বলেন, চাল জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

টিএইচ