শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

দুমকিতে ডিবি পরিচয়ে প্রতারণাকারী তিন ডাকাত আটক

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

দুমকিতে ডিবি পরিচয়ে প্রতারণাকারী তিন ডাকাত আটক

পটুয়াখালীর দুমকিতে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে প্রতারণাকারী ডাকাত চক্রের ৩ সদস্যকে আটক করেছে দুমকি থানা পুলিশ। গত রোববার রাতে দুমকি থানার ওসি মো. আব্দুল হান্নান ও ওসি তদন্ত মাহাবুবের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১টি অকিটকি, ডিবি লেখা ২টি কটি, নগদ ৪ লাখ ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়। জব্দ করা হয় তাদের ব্যবহূত ১টি মাইক্রোবাস। 

আটকরা হলেন- পটুয়াখালীর দশমিনা থানার রামবল্লভ থানার হাসেমের ছেলে মো. খলিলুর রহমান (৪৫), পটুয়াখালী সদর থানার সোহরাব হোসেনের ছেলে মো. রিপন (৩৫) ও মির্জাগঞ্জ থানার আউয়াল বিশ্বাসের ছেলে মো. রুবেল (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকায় ডিবি সেজে ডাকাতি শেষে ৬ জনের এই চক্র একটি প্রাইভেট কার নিয়ে পটুয়াখালীর উদ্দেশ্যে রওয়ানা করেন। মধ্যপথে লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজায় পুলিশের অভিযানে ধরা পড়েন তারা। 

পুলিশ তাদের পরিচয় জানতে চাইলে গাড়ি রেখে দৌড়ে পালানোর চেষ্টা করলে ৩ জনকে আটক করতে সক্ষম হন এবং বাকি ৩ জন পালিয়ে যান। এ চক্রের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ৪ লাখ ১৭ হাজার টাকা ও ডিবির পোষাক এবং ওয়াকিটকি উদ্ধার করা হয় এবং মাইক্রোবাসটিও জব্দ করা হয়। 

দুমকি থানা ওসি তারেক মো. আব্দুল হান্নান বলেন, তারা ডিবি পরিচয়ে বিভিন্ন জায়গায় ডাকাতি করতো। তাদের জিজ্ঞাসাবাদ করলে হয়তো আরও চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাবে। তাছাড়া খবর পেয়ে আমাদের পুলিশ সুপার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এই চক্রের মূল হোতাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

টিএইচ