শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

দুমকীতে হত্যামামলার আসামি বাবা-ছেলে গ্রেপ্তার 

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

দুমকীতে হত্যামামলার আসামি বাবা-ছেলে গ্রেপ্তার 

মাহফিলের কমিটি নিয়ে পটুয়াখালীর দুমকীতে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায়
আহত মোশারেফ মুন্সি নামের একজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর পরে ওই মামলার ২ আসামি বাবা আ. ছত্তার হাওলাদার ও ছেলে মো. সালাউদ্দিন বাপ্পীকে র্যাব-৮ ও পুলিশের যৌথ অভিযানে আটক করা হয়েছে।

দুমকী থানার ওসি তারেক মোহাম্মদ হান্নান বলেন, যৌথ অভিযানে তাদের আটক করে দুমকী থানায় হস্তান্তর করা হয়েছে। অপর আসামিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পটুয়াখালী জেলা সদর থানাধীন পুরাতন ফেরিঘাটের মাঝগ্রাম এলাকার নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, উপজেলার পূর্ব কার্তিকপাশা গ্রামের মৃত. আব্দুল গনি মাওলানার ছেলে মাওলানা মো. নেছার স্থানীয় একটি মাদ্রাসা মাঠে বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করেন। কিন্তু সেই মাহফিলের কমিটিতে মুন্সি বাড়ির লোকজনের নাম না রাখায় নেছার মাওলানা পক্ষ ও সোবাহান মুন্সি পক্ষে মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। 

এ ঘটনার জেরে গত ২৬ এপ্রিল সন্ধ্যায় মুন্সির বাজারে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। উভয়পক্ষ দুমকী থানায় মামলা করে। একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি থাকা অবস্থায় আহত মোশারেফ মুন্সি গত ৭মে রাতে মারা যায়। 

টিএইচ