সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

দুর্গাপুরে আ. লীগের কর্মী সমাবেশ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 

দুর্গাপুরে আ. লীগের কর্মী সমাবেশ

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা আ.লীগের আয়োজনে দলের কার্যক্রম গতিশীল ও বেগবান করতে শুক্রবার (১৯ এপ্রিল) সর্বস্তরের নেতা-কর্মীদের অংশগ্রহণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়ামে আ.লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে এমপির ব্যক্তিগত উদ্যোগে উপহার বিতরণ শেষে, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফিকের সঞ্চালনায় আ.লীগ সভাপতি ওসমান গণি তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বিক্তব্য রাখেন, নেত্রকোনা- ১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের এমপি মোহাম্মদ মোশতাক আহমেদ রুহী। 

অন্যদের মধ্যে, পৌরমেয়র আলহাজ মাওলানা আব্দুস সালাম, সাবেক মেয়র শ ম জয়নাল আবেদীন, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভার.) পারভীন আক্তার, সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খানসহ বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আ.লীগ ও তার অঙ্গ সংগঠনের হাজারো নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলার মানুষ দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় আ.লীগকে ক্ষমতায় এনেছেন। আপনাদের সঙ্গে নিয়ে নেত্রকোনা-১ আসনকে নতুনভাবে সাজাতে চাই। 

টিএইচ