বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

দুর্গাপুরে জনদুর্ভোগ লাঘবে কাঠের সেতু উদ্বোধন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 

দুর্গাপুরে জনদুর্ভোগ লাঘবে কাঠের সেতু উদ্বোধন

নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের সোমেশ্বরী নদীর ওপর বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে এবং অর্থায়নে ২শ মিটার দৈর্ঘ্য কাঠের সেতুর উদ্বোধন করা হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) সোমেশ্বরী নদীর ওপর এ সেতুর উদ্বোধন করা হয়।

দীর্ঘদিন যাবৎ এলাকায় একটি সেতুর অভাবে শিবগঞ্জ-দুর্গাপুর এলাকার মানুষের নদী পারাপারের ব্যবস্থা খুবই নাজুক অবস্থা ছিল। এলাকার সার্বিক দিক বিবেচনায় সর্বস্তরের মানুষ, রিকশা, ভ্যান, প্রাইভেটকার ও মোটরসাইকেল চলাচল উপযোগী প্রায় পনেরো লাখ টাকা ব্যয়ে বাঁশ-কাঠের এই সেতু নির্মাণ করে দেন কেন্দ্রীয় বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামাল।  

উদ্বোধনে পবিত্র কোরআন তেলোয়াত শেষে মোনাজাত পরিচালনা করেন, তৈরি বাজার জামে মসজিদের খতিব মুফতি মাওলানা আব্দুর রব। এ সময় অন্যদের মধ্যে নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহ: সভাপতি আলহাজ ইমাম হাসান আবুচান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাড. এম এ জিন্নাহ, সিনিয়র সহ-সভাপতি শহিদুল্লাহ খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ জামাল উদ্দীন মাস্টারসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টিএইচ