নেত্রকোণার দূর্গাপুরে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) গুজিরকোনা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক তত্ত্বাবধানে ময়মনসিংহ ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় বাকলজুড়া ইউনিয়ন বিএনপি এই ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে।
বাকলজুড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আব্দুস সাত্তার সভাপতিত্বে আনোয়ার হোসেন খলিফার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, জেলা বিএনপি সদস্য ইমাম হোসেন আবু চাঁন চেয়ারম্যান, দূর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জহিরুল ইসলাম ভূইয়াসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত মো. রাজীব আহমেদকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হুইল চেয়ার ও অটোরিকশা (ইজিবাইক) প্রদান করেন ব্যারিস্টার কায়সার কামাল।
ময়মনসিংহ বিএনএসবি চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তাররা দিনব্যাপী প্রায় তিন হাজার রোগীর পরীক্ষা-নিরীক্ষা শেষে ৮শ রোগীকে ছানী অপারেশনের জন্য বাছাই করা হয়। বাকী রোগীদের ব্যবস্থাপত্র, প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়।
টিএইচ