রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

দুর্গাপুরে ভাঙ্গারী দোকান থেকে চোরাই মাল উদ্ধার আটক দুই

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 

দুর্গাপুরে ভাঙ্গারী দোকান থেকে চোরাই মাল উদ্ধার আটক দুই

নেত্রকোনার দুর্গাপুরে ভাঙ্গারী ব্যবসার সম্রাট আলাল উদ্দিনের ভাঙ্গারী দোকান থেকে বিভিন্ন চোরাই মালামাল উদ্ধার করেছে জনতা। এ ঘটনায় জড়িত দুই কিশোরকে পুলিশের হাতে তুলে দেয় তারা। শনিবার (১৮ মে) পৌর শহরের উপজেলা সড়কে এ ঘটনা ঘটে। ওই সময় শতাধিক জনতা তার দোকান ঘেড়াও করে রাখে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৮ মে) পৌরশহরের খরস এলাকা থেকে সাকিল (২০) নামে এক কিশোরকে হাতে নাতে ধরে স্থানীয়রা। পরে তার তথ্যমতে আলাল উদ্দিনের ভাঙ্গারীর দোকান থেকে চোরাই বিভিন্ন মালামাল স্থানীয়রা উদ্ধার করে পুলিশকে খবর দেয়। 

এ ঘটনায় জড়িত সোহাগ নামে অপর এক কিশোরকে চর মোক্তারপাড়া এলাকা থেকে ধরে পুলিশে দেয় স্থানীয়রা। 

এ নিয়ে দুর্গাপুর থানার এসআই মো. মুকুল সরকার বলেন, চুরির ঘটনায় জড়িত দুজনকে আমাদের হাতে তুলে দেয় স্থানীয়রা। অভিযোগের ভিত্তিতে এ ব্যপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

টিএইচ