বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

দুর্গাপুরে ভারতীয় চিনি জব্দ একজন আটক 

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 

দুর্গাপুরে ভারতীয় চিনি জব্দ একজন আটক 

নেত্রকোনার দুর্গাপুরে অবৈধভাবে ভারত থেকে আনা ৩৪০ বস্তুায় ১৬ হাজার ৯৮৫ কেজি ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। জব্দ করা চিনির বর্তমান বাজারমূল্য ২০ লাখ  ৩৮ হাজার ২০০ টাকা।

এ সময় বড় একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করতে পারলেও অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন ঘটনাস্থল থেকে দৌড়িয়ে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। সোমবার (১৮ মার্চ) আটক ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

এর আগে গত রোববার রাতে দুর্গাপুর পৌর শহরের এম.কে.সি.এম স্কুল মোড় এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। আটক ব্যক্তির নাম জুবাইদ হোসেন। সে ট্রাকের হেল্পার ও নোয়াখালীর কামাল উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধভাবে ভারত থেকে আনা চিনির একটি বড় কাভার্ডভ্যান পৌর শহরের এম.কে.সি.এম স্কুল মোড় এলাকায় সড়কেই দাড় করিয়ে রাখা হয়। গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর সার্কেলের এএসপি মোহাম্মদ আক্কাছ আলীর নেতৃত্বে দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব ও পুলিশের একটি দল গত রোববার রাতে সেখানে অভিযানে যান। 

এ সময় বাংলাদেশি ৫০ কেজির বস্তুায় ভরা ভারতীয় ১৬ হাজার ৯৮৫ কেজি চিনি, একটি কাভার্ডভ্যান জব্দসহ একজনকে আটক করে পুলিশ। পরে দুর্গাপুর থানার এসআই মো. সলিম উদ্দিন বাদী হয়ে আটক ব্যক্তিসহ অজ্ঞাত ৩-৪ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। পুলিশ আরও জানায়,ভারত থেকে চোরাই পথে এনে ওই চিনি দেশিয় কোম্পানির চিনির বস্তায় ভর্তি করে দেশের বিভিন্ন স্থানে বিকি করা হচ্ছে।

এএসপি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে। সোমবার (১৮ মার্চ) আটক ব্যক্তিকে আদালতে সোর্পদ করা হয়। 

টিএইচ