বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

দুর্গাপূজার উপলক্ষে পুলিশ ও আনসার সদস্যদের এসপির ব্রিফিং 

লালমনিরহাট প্রতিনিধি

দুর্গাপূজার উপলক্ষে পুলিশ ও আনসার সদস্যদের এসপির ব্রিফিং 

লালমনিরহাটে শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর উদযাপনে আইন শৃঙ্খলা বাহিনীদের ব্রিফিং প্রদান করেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার। 

শুক্রবার (২০ অক্টোবর) লালমনিরহাট জেলা পুলিশ লাইন্স মাঠে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল উল্লাহ্ শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্তে ব্রিফিং প্রদানে বলেন, শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর উদযাপনে জেলা পুলিশ লালমনিরহাট বদ্ধপরিকর। 

এর প্রেক্ষিতে জেলা পুলিশের সকল অফিসার ফোর্স এবং আনসার সদস্যদের অধিক গুরুত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। এ ছাড়াও তিনি আইন-শৃঙ্খলা সংক্রান্তে সমসাময়িক বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং দুর্গাপূজা উপলক্ষে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার সকল ইউনিট প্রধানদের এবং সাদা পোশাকে নিয়োজিত অফিসার-ফোর্সদের অগ্রিম তথ্য সংগ্রহপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করেন।

ব্রিফিং আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ আলমগীর রহমান, ২৮ আনসার ব্যাটালিয়নের কমান্ড্যান্ট লালমনিরহাট, মো. কামারুজ্জামান, লালমনিরহাট সদর থানা ওসি ওমর ফারুকসহ লালমনিরহাট জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স এবং লালমনিরহাট জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা  ও আনসার সদস্যরা অংশ নেন।

টিএইচ