সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

দুর্গাপূজা উপলক্ষ্যে নাগরপুরে চাল বিতরণ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

দুর্গাপূজা উপলক্ষ্যে নাগরপুরে চাল বিতরণ

টাঙ্গাইলের নাগরপুরে দুর্গাপূজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক সভা ও জিআর চাল বিতরণ করা হয়েছে। 

সোমবার (৭ অক্টোবর) উপজেলা পরিষদ সভাকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ভারপ্রাপ্ত ইউএনও দীপ ভৌমিকের সভাপতিত্বে ১২৬টি পূজামণ্ডপ সংশ্লিষ্ট কমিটির নেতদের কাছে এ চাল হস্তান্তর করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর, মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ, উপজেলা দুর্গাপূজা উদযাপন পরিচালনা কমিটির সহ-সভাপতি শ্যামল কুমার সাহা (রাদু), রাজন ভট্টাচার্য, সুব্রত শীল, সাধারণ সম্পাদক প্রভাস চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক ঝুটন কুমার সাহাসহ অন্য নেতারা।

টিএইচ